ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচের আগে মিরপুরে দর্শকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
ম্যাচের আগে মিরপুরে দর্শকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে দর্শকদের বিক্ষোভ/ছবি: সংগৃহীত

বিপিএলের উদ্বোধনী দিনের টিকিট না পাওয়ার ক্ষোভ দেখলো মিরপুর। এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থেকে আগের দিন টিকিট পাননি অনেকে।

তাদের ক্ষোভের মুখে ২৪ ঘণ্টারও কম সময় আগে জানানো হয়, টিকিট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের সাতটি ব্রাঞ্চে। যদিও বেশিরভাগ টিকিটই ছাড়া হয়েছে অনলাইনে।  

মঙ্গলবার সকাল থেকে আবারও এ নিয়ে ক্ষোভ তৈরি হয়। দর্শকরা জানান, মধুমতি ব্যাংকে গিয়েও টিকিট পাচ্ছেন না তারা। এজন্য ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের সামনে ভিড় করেন।  

বিভিন্ন স্লোগান দিয়ে স্টেডিয়ামের মূল ফটকের গেটের সামনে জড়ো হন তারা। ধাক্কাধাক্কির এক পর্যায়ে গেট ভেঙে যায়। এরপর উত্তেজিত জনতা স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়লে লাঠিচার্জ করে পুলিশ।  

এ সময় দুর্বার রাজশাহীর টিম বাস মাঠে ঢুকতে চেয়েও পারেনি। গাড়ি ঘুরিয়ে চার নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করে তারা। ব্যক্তিগত গাড়িতে চড়া মেহেদী হাসান মিরাজকেও আটকে দেন দর্শকরা।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।