ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির আউট প্রসঙ্গে স্মিথ: ১০০ ভাগ, অস্বীকারের উপায় নেই!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
কোহলির আউট প্রসঙ্গে স্মিথ: ১০০ ভাগ, অস্বীকারের উপায় নেই! ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ ছড়াচ্ছে উত্তেজনা। মেলবোর্ন টেস্টে ইয়াশাসবি জয়সওয়ালের আউট নিয়ে হয়েছিল চরম বিতর্ক।

এবার সিডনি টেস্টে বিরাট কোহলির আউট না হওয়া নিয়ে শুরু পুনরাবৃত্তি হতে যাচ্ছে একই ঘটনার। মূলত ক্যাচ আউট না দেওয়া নিয়েই শুরু হয় এই বিতর্কের।

ম্যাচ শুরুর অষ্টাম ওভারে স্কট বোল্যান্ড ফেরালেন জয়সওয়ালকে। ২ উইকেটে ১৭ রান ভারতের সংগ্রহ। মাঠে নামা বিরাট কোহলির ব্যাট ছুঁয়ে বল স্লিপে গেলে এক হাতে ক্যাচের চেষ্টা করেন স্টিভেন স্মিথ। মুঠোবন্দি করতে না পারলেও সেটি তুলে দেন ওপরে। পাশেই থাকা মার্নাস লাবুশেন ধরে ফেলেন। উচ্ছ্বাসে মেতে ওঠে অস্ট্রেলিয়া। কিন্তু মাঠে থাকা আম্পায়ার শরফুদ্দৌলা ও মাইকেল গফ সিদ্ধান্ত ছেড়ে দেন টিভি আম্পায়ারের ওপর।

জোয়েল উইলসন আছেন টিভি আম্পায়ার হিসেবে। বেশ কয়েকবার রিপ্লে দেখে নট আউট দেন তিনি। তার রায় ছিল স্মিথের হাত থেকে বল মাটি স্পর্শ করার পর লাবুশেন ক্যাচ নেয়। এই সিদ্ধান্ত মানতে পারেননি স্মিথ। লাঞ্চ বিরতিতে ফক্স স্পোর্টসকে জানান নিজের ভাবনা। বলেন, ‘১০০ ভাগ (ক্যাচ ছিল)..কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। ১০০ ভাগ (আউট)। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমরাও দেখছি বিষয়টা। ’

এদিকে ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞদের মতামত ছিল দুরকম। অ্যালান বোর্ডার, মার্ক ওয়াহ, মাইকেল ভনদের মতে, এটি আউট ছিল। ইরফান পাঠান, মার্ক নিকোলাসদের মতে আবার টিভি আম্পায়ার ঠিক সিদ্ধান্তই দিয়েছেন। যদিও এই সুযোগ কাজে লাগাতে পারেননি কোহলি। পরে ১৭ রান করে বোল্যান্ডেরই শিকার হন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।