ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে বুমরাহ-শামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে বুমরাহ-শামি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি জাসপ্রিত বুমরাহ। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা নিয়ে তৈরি হয় একরকম অনিশ্চয়তা।

তবে শেষ পর্যন্ত তাকে রেখেই দল ঘোষণা করেছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার।

১৫ সদস্যের দলে যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ শামিও।  

বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ৭৫২ রানে করেও জায়গা পাননি করুণ নায়ার। তাকে নিয়ে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘সে যা করেছে, তা স্পেশাল। নিঃসন্দেহে আমরা  এনিয়ে আলোচনা করেছি। কিন্তু এই মুহূর্তে দলে তার জন্য জায়গা খোঁজাটা খুবই কঠিন। যাদের নেওয়া হয়েছে তাদের দেখুন, প্রত্যেকের গড় ৪০ এর ওপরে। ’

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে। ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ২ মার্চ গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।  

এদিকে, ভারতের সবগুলো ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে তারা।  

ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা।


বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।