ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

হতাশ হলে এতদিনে গলায় দড়ি দেওয়ার কথা: তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
হতাশ হলে এতদিনে গলায় দড়ি দেওয়ার কথা: তাসকিন

সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে আইপিএল খেলার। কথাটা তাসকিন আহমেদের মুখেও ফুটেছে বেশ কয়েকবার।

কিন্তু কয়েক দফায় আইপিএল মাতানোর সুযোগ থাকলেও তা হাতছাড়া করতে হয়েছে তাকে।

সম্প্রতি পিএসএল ড্রাফট নিয়েও আলোচনায় ছিল তাসকিনের নাম। কিন্তু আগ্রহ দেখায়নি কোনো ফ্র‍্যাঞ্চাইজি। তাই ডানহাতি এই পেসারের মনে হতাশা কাজ করছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল।

জবাবে তাসকিন বলেন, ‘নাহ… (দল না পাওয়া) হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। ’

‘এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে... সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ। ’

বিপিএলে তাসকিনের দল দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদ তাকে লাহোর কালান্দার্সে নেওয়ার প্রস্তাব করেছিলেন। এছাড়া পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসও কথা চালিয়েছিলেন তার দল পেশোয়ার জালমির সঙ্গে৷

ড্রাফটে দল না পাওয়ার কারণে যে সুযোগ শেষ হয়ে গেছে, তেমনটা মনে করেন না তাসকিন। তিনি বলেন, ‘আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়৷ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সঙ্গে যোগাযোগ হয়নি। ’

বিপিএলে ৯ ম্যাচে ২০ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন। সম্প্রতি পেয়েছেন নেতৃত্বের ভারও। তবে তার অধিনায়কত্বে গতকাল চিটাগাং কিংসের কাছে ১১১ রানের বিড় ব্যবধানে হেরেছে রাজশাহী।

এদিকে তাসকিন না পেলেও পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।