ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

এক যুগ পর রঞ্জিতে ফিরছেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এক যুগ পর রঞ্জিতে ফিরছেন কোহলি

টেস্ট ক্রিকেটে অনেকদিন ধরেই বাজে সময় কাটছে বিরাট কোহলির৷ গড় ৫০’র নিচে নেমেছে সেই কবেই। সম্প্রতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে একটি সেঞ্চুরি বাদে করতে পারেননি বলার মতো কিছুই।

বারবারই আউট হয়েছেন অফস্টাম্পের বাইরের বলে।  

ছন্দ ফিরে পেতেই কি ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে ফিরছেন কোহলি। সেটা হয়তো তিনিই বলতে পারেন। তবে এক যুগ পর যে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি, তা নিশ্চিত করেছেন দিল্লি দলের কোচ শরণদীপ সিং।

আগামী ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে দিল্লি। এই ম্যাচেই ব্যাট হাতে দেখা যাবে কোহলিকে। তবে ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিপক্ষে তার খেলা নিয়ে জল্পনা উঠেছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়ে দেয়, ঘাড়ের ব্যথা থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি কোহলি।

রঞ্জি খেলার ব্যাপারে কোহলি ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে  কথা বলেছেন কি না, তা জানা যায়নি। তবে রেলওয়ের বিপক্ষে ম্যাচটি শেষ আগামী ২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।

এই ম্যাচে খেললে কোহলি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিনের আগে সময় পাবেন মাত্র ৩ দিন। ৬ ফেব্রুয়ারি শুরু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত দলটিই খেলবে এই সিরিজে, যেখানে রয়েছেন কোহলিও।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।