ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারার পরই বিশ্বকাপে খেলার স্বপ্ন ফিকে হয়ে আসে। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয়ে আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
সেন্ট কিটসে বাংলাদেশের মেয়েরা আজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬০ রানে। আগে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৮৪ রান করেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ৩৪ রানের উদ্বোধনী জুটি গড়েন ফারজানা হক ও মুর্শিদা খাতুন। ১২ রানে মুর্শিদা ফিরলে ভাঙে এই জুটি। কিছুক্ষণ পর ফিরে যান আরেক ওপেনার ফারজানাও (১৮)। ফর্মে থাকা শারমিনও এদিন ব্যর্থ হন। ১১ রানে বিদায় নেন তিনি। চতুর্থ উইকেটে নিগার জুটি গড়েন সোবহানা মোস্তারির সঙ্গে।
তবে ৫১ রানের জুটিটি ভেঙে যায় ২৩ রানে সোবহানার বিদায়ে। ৪ রান করে দ্রুত বিদায় নেন ফাহিমা খাতুনও। এরপর স্বর্ণার সঙ্গে জুটি গড়েন নিগার। ৩৮ রানের জুটিতে ২১ বলে ২৯ রান করে ফেরেন স্বর্ণা। লড়তে থাকা নিগার টিকে থাকেন শেষ পর্যন্ত। ১২০ বল খেলে ৬৮ রান করে তিনি টিকিয়ে রাখেন দলকে। যদিও বিদায় নিতে হয় ৪৯তম ওভারে।
রান তাড়ায় নেমে কিয়ানা জোসেফকে (৬) শুরুতেই হারায় ওয়েস্ট ইন্ডিজ। বেশিক্ষণ টিকতে পারেননি হেইলি ম্যাথিউসও। ১৬ রানে তাকে ফেরান নাহিদা আক্তার। এরপর দ্রুত উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের দিকে এগোতে থাকে বাংলাদেশ। যদিও ১০ ও ১১ নম্বরে নামা দুই ব্যাটার কিছুটা লড়াই করে একটু দীর্ঘায়িত করেন ম্যাচ। কিন্তু দলের বড় হার ঠেকাতে পারেননি।
টাইগ্রেসদের পক্ষে ১০ ওভারে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা। দুটি করে উইকেট নেন মারুফা, রাবেয়া ও ফাহিমা।
এই ম্যাচ জয়ে ২৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হলো এখন ২১। ২৪ ম্যাচ খেলে একই পয়েন্ট নিউজিল্যান্ডেরও। যদিও রান রেটে এগিয়ে আছে কিউই মেয়েরা। সরাসরি বিশ্বকাপে খেলা ছয় দলের মধ্যে থাকতে হলে তাই আগামী ম্যাচ জিততে হবে বাংলাদেশের।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
আরইউ