বাকিরা ব্যর্থ হলেও টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন সিকান্দার রাজা। ফলও পেয়ে যাচ্ছেন তিনি।
বর্ষসেরা এই টি-টোয়েন্টি দলে ভারত থেকে আছেন সর্বোচ্চ চারজন। এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও জিম্বাবুয়ে থেকে রাখা হয়েছে একজন করে ক্রিকেটার। কিন্তু বাংলাদেশের কারও জায়গা হয়নি এই দলে।
একাদশের ওপেনার হিসেবে রাখা হয়েছে ভারতের রোহিত শর্মাকে। দলের নেতৃত্বেও রাখা হয়েছে তাকে। তার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিন নম্বরে রাখা হয়েছে ইংল্যান্ডের ফিল সল্টকে। চার নম্বরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে রাখা হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।
অলরাউন্ডার হিসেবে এই দলে আছে জিম্বাবুরে সিকান্দার রাজা, ভারতের হার্দিক পান্ডিয়া, আফগানিস্তানের রাশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর বোলার হিসেবে একাদশে আছেন ভারতের জসপ্রিত বুমরাহ ও আর্শদিপ সিং।
একনজরে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রাশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জসপ্রিত বুমরাহ ও আর্শদিপ সিং।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
আরইউ