গত কয়েকদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে বেশ আলোচনা ছিল বিসিবি গঠনতন্ত্র সংশোধন নিয়ে। এ নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে একটি কমিটিও করা হয়।
ঢাকার ক্লাব ক্রিকেট থেকে পরিচালক সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেন তারা। তবে তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান ক্লাব কর্তারা। তারা লিগ বর্জনের হুমকিও দেন।
এবার ফাহিমের নেতৃত্বাধীন ওই কমিটি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির সভায় এ সিদ্ধান্ত নেন পরিচালকরা।
এ নিয়ে বিসিবির সভার পর মিরপুরে বোর্ড পরিচালক মাহবুব আনাম বলেন, ‘আপনারা জানেন, গঠনতন্ত্রের জন্য কমিটি গঠন করা হয়েছিল। আজকে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রম এখন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই কমিটি পরিবর্তন বা পরিবর্ধন করা হবে। তাদের কাজের পরিধি ও টার্মস অব রেফারেন্স তৈরি করার পরই বাকি কার্যক্রম হবে। ’
পরে অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের (কমিটির) কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই কমিটির পরিবর্তন ও পরিবর্ধন দুটোর মধ্যেই হবে। এবং তার একটা টার্মস অব রেফারেন্স থাকবে কীভাবে তারা গঠনতন্ত্রে যে পরিবর্তন আনা প্রয়োজন, স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে সেগুলো কীভাবে তারা করবেন। ’
বিসিবি পরিচালক সংখ্যা সর্বমোট ২৫ জন। এর মধ্যে ১২ জনই আসেন ঢাকার ক্লাব ক্রিকেট থেকে। এই সংখ্যা কমিয়ে ৪ জনে আনার প্রস্তাব দেওয়া হয়েছে, এমন কথা বাইরে আসে। এরপরই প্রতিবাদ শুরু করেন ক্লাবগুলোর কর্মকর্তারা।
এজন্য ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগও শুরু হতে পারেনি ২০ জানুয়ারি। এমন অচলাবস্থা ঠেকাতেই কমিটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মাহবুব আনাম। স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে বাকি কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।
মাহবুব আনাম বলেন, ‘প্রথমত একটা কথা বলি যে, উনারা কোনো পরিবর্তন বোর্ড সভাপতির কাছে বা বোর্ডের কারও কাছে জমা দেননি। এবং এটাও নিশ্চিত করেছেন এনএসসির কাছেও কোনো কিছু জমা দেওয়া হয়নি। এটাও আলাপ এসেছে, যে পরিবর্তনটি বাইরে অনেকে বলেছেন, তার অনেক কিছুই সঠিক নয়। ’
‘বিসিবি, বোর্ড অব ডিরেক্টররা মনে করেছেন, প্রক্রিয়াটা আরেকটু স্বচ্ছ হওয়া দরকার। কারণ গঠনতন্ত্র এমন একটা জিনিস, এখানে কোনো গোপনীয়তা নেই। এটা পাবলিক একটা তথ্য, পাবলিকই থাকবে। সেজন্যই আমরা প্রথমত মনে করেছি তাদের কার্যক্রম স্থগিত থাকা দরকার। এখানে যে আলাপ-আলোচনা আছে, সেগুলো থামানো দরকার। এই কমিটি পরিবর্তন ও পরিবর্ধন দুটোই দরকার, কারণ স্টেক হোল্ডারদের জড়ানোর দরকার আছে। ’
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএইচবি/এমএইচএম