ম্যাচের আগে দূর্বার রাজশাহীর মাঠে নামা নিয়েই ছিল সংশয়। পারিশ্রমিক ইস্যুতে দলটির খেলোয়াড়রা খেলতে রাজি হচ্ছিলেন না।
মিরপুরে বিপিএলের ৩৪তম ম্যাচে আজ রংপুর রাইডার্সের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৯ রান তুলতে পেরেছে রাজশাহী। যদিও ম্যাচের আগে গুঞ্জন ছিল, রাজশাহীর ক্রিকেটাররা নাকি ম্যাচই খেলতে আসবেন না। অবশ্য ম্যাচের কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খাম হাতে ছবি দেন এনামুল হক বিজয়। তারা পরে এসেছেন মাঠেও।
কিন্তু বিদেশি ক্রিকেটারদের কেউই আসেননি। শুরুর অনুশীলনে ছিলেন না তারা। পরে কোনো বিদেশি ক্রিকেটারকে একাদশে দেখাও যায়নি। পেমেন্ট নিয়ে জটিলতার ভেতরই এমন ঘটনা ঘটেছে। টসের সময় রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ বলেন, ‘আমাদের বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে। চার থেকে পাঁচজনের মতো- সব দেশি ক্রিকেটার খেলবেন, কোনো বিদেশি আজকের ম্যাচে নাই। ’
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো দল একাদশে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নামতে পারবে না। তবে ‘কারণ’ দেখাতে পারলে এ নিয়ম শিথিলযোগ্য। ওই সুযোগ কাজে লাগিয়েই শেষ অবধি মাঠে নেমেছে দুর্বার রাজশাহী।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিদেশি ক্রিকেটাররা এভেইলেবল না থাকায় শুধু দেশিদের নিয়ে খেলার আবেদন করে রাজশাহী। এর প্রেক্ষিতে সেটি মঞ্জুর করেছে বিপিএল টেকনিক্যাল কমিটি। বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদেশি ছাড়া মাঠে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় রাজশাহী। বিশেষ করে রংপুরের খুশদিল শাহ, রাকিবুল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়েন রাজশাহী ব্যাটাররা। সর্বোচ্চ ২৮* রান করেছেন সানজামুল ইসলাম। এই রান করতে তিনি খেলেছেন ২৮ বল। তিনি ছাড়া আর কোনো ব্যাটার বিশের ঘর স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ১৯ রান করেছেন আকবর আলী।
বল হাতে ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন খুশদিল। এছাড়া রাকিবুল ও সাইফউদ্দিন নিয়েছেন ২টি করে উইকেট।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৬
এমএইচএম