বাংলাদেশের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ছিল অনেকদিনের। এ জায়গায় উন্নতির চেষ্টাও বিসিবি করছে।
শনিবার বিসিবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বোচ্চ ২ লাখ টাকা পারিশ্রমিক পাবেন শরফদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন তিনি।
এছাড়া এবার বিসিবি আম্পায়ারদের বিভিন্ন গ্রেডিং করার সিদ্ধান্তও নিয়েছে। আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বেতন পাবেন এক লাখ টাকা।
এছাড়া গাজী সোহেল ও তানভীর আহমেদ পাবেন ৯০ হাজার টাকা করে। মোর্শেদ আলী খান সুমন ঠিক পরের ক্যাটাগরিতে থেকে পাবেন মাসে ৭০ হাজার টাকা।
বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে ৪৫ থেকে ৫৫ হাজার টাকা। অন্য ক্যাটাগরিতে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা এবং সর্বশেষ বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য মাসিক বরাদ্দ রাখা হয়েছে ২৫ হাজার টাকা। আন্তর্জাতিক নারী আম্পায়ার চার জন ৩৫ হাজার টাকা করে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
এমএইচবি/আরইউ