এবারের বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে। দুর্বার রাজশাহী নিয়ে অভিযোগ উঠেছিল সবচেয়ে বেশি।
চুক্তির পুরো টাকা পাননি আফ্রিদি, এমনটাই দাবি করেন তিনি। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে বিসিবির কাছেও নালিশ দিয়েছেন বলে জানান পাকিস্তানি এই সাবেক ক্রিকেটার। তবে সমাধান যদি না হয় তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিষয়টি অবগত করার কথা জানিয়েছেন তিনি।
পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার। কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। কালকে দেব, দুই দিন পর দেব- এসব বলে বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি। ’
বেশ কবার তারিখ নিয়েও টাকা পরিশোধ না করায় বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত চিঠি দিয়েছেন আফ্রিদি। এই ব্যাপারে তিনি বলেন, ‘টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল, ১৯ জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে। কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকেট পাঠায়নি। এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। দুই-তিন দিন আগে এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব। ’
বিপিএল শেষ হওয়ার পরেও চুপ ছিলেন আফ্রিদি। তার কারণও ব্যাখ্যা করেন পাকিস্তানি এই সাবেক ক্রিকেটার। বাংলাদেশকে ভালোবাসার কারণে বিপিএলের ভাবমূর্তি নষ্ট করতে চাননি তিনি, ‘বাংলাদেশ আমার হৃদয়ে আলাদা জায়গা নিয়ে আছে। বাংলাদেশের মানুষদের আমি ভালেবাসি। সেখানে গিয়ে সব সময় প্রচুর সমাদর ও ভালোবাসা পেয়েছি। আমি চাইনি বিপিএলের ভাবমূর্তি নষ্ট হোক। পারিশ্রমিক নিয়ে সমস্যা যে কোনো লিগের মৌলিক ভিত্তিই ভেঙে দিতে পারে। একটি দেশের জন্যও এটি ভালো ব্যাপার নয়। বাংলাদেশ ও বিপিএলের কথা ভেবেই টুর্নামেন্ট চলার সময় কিছু বলিনি। ’
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
আরইউ