এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল হ্যারি ব্রুকের। কিন্তু আচমকা আসরটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইংলিশ এই ক্রিকেটার।
নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ব্রুককে নিজেদের দলে টানে দিল্লি। অথচ ইংলিশ এই ক্রিকেটার খেলা শুরু হওয়ার আগেই সরিয়ে নিয়েছেন নিজের নাম। এর আগেও এমনটি করেন তিনি। গত আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজিটিই তাকে ৪ কোটি রুপিতে দলে নিয়েছিল। সেবার দাদির মৃত্যুর পর পরিবারকে সঙ্গ দেওয়ার জন্য আইপিএলে আর অংশগ্রহণ করেননি এই ক্রিকেটার।
তবে এবার নিষেধাজ্ঞা অপেক্ষা করছে ব্রুকের জন্য। আইপিএলের নিয়ম অনুযায়ী নিলামে দল পাওয়ার পর গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া নিজের নাম তুলে নেওয়া হলে পরবর্তী দুই বছর নিলামে অংশ নিতে পারবেন না। এখানে গ্রহণযোগ্য কারণ বলতে অবশ্য চোটজনিত কারণ বোঝানো হয়েছে। এক্ষেত্রে ক্রিকেটারের নিজ দেশের বোর্ডের মাধ্যমে সমস্যাটি নিশ্চিত করতে হবে।
কিন্তু ব্রুক এই কারণে সরে দাঁড়ানোর সম্ভাবনা কমই। অনুমান করা হচ্ছে, জস বাটলার নেতৃত্ব ছাড়ায় তাকে সাদা বলের অধিনায়কত্ব দেওয়া হবে। যে কারণে অতিরিক্ত চাপ এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে ব্রুকের এই বিষয়টি ভারতীয় বোর্ডকে জানিয়েছে ইসিবি। দিল্লি ক্যাপিটালসকেও জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
আরইউ