দুবাইয়ে গতকাল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। কিউইদের দেওয়া ২৫২ রানের লক্ষ্য ১ ওভার হাতে রেখেই ৪ উইকেটে পেরিয়ে যায় রোহিতবাহিনী।
ফাইনাল জিতে মাঠেই উৎসব শুরু করে ভারতীয় দল। ক্রিকেটারদের সঙ্গে সেই উৎসবে যোগ দেন তাদের পরিবারের সদস্যরাও। আবেগঘন কিছু মুহূর্ত নজর কাড়ে ক্যামেরার। এর মধ্যেই স্মরণীয় দৃষ্টান্ত তৈরি করেন বিরাট কোহলি। সতীর্থ মোহাম্মদ শামির মা আনজুম আরাকে দেখে তার পা ছুঁয়ে আশীর্বাদ নেন ভারতের ব্যাটিং সুপারস্টার।
এমনিতে মাঠে আগ্রাসী ভঙ্গীতেই দেখা যায় কোহলিকে। তবে মাঠের বাইরে তিনি বেশ বিনয়ী ও নম্র স্বভাবের। সেটিরই নজির দেখা গেল কাল। পুরো দল যখন উল্লাসে মাতোয়ারা, কোহলিকে তখন দেখা গেল শামির মায়ের সঙ্গে। তার সঙ্গে কথা বলার এক ফাঁকে মাথা নিচু করে কদমবুসি করেন কোহলি। পরে শামি ও তার মায়ের সঙ্গে ছবিও তোলেন ভারতের সেরা ব্যাটার।
সম্প্রচারচারী চ্যানেলের সুবাদে ওই মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কোহলির প্রশংসায় মুখর হয়ে উঠেন।
মজার ব্যাপার হচ্ছে, এবারের চ্যাম্পিয়নস ট্রফির আগে কোহলি ও শামি কেউই ছন্দে ছিলেন না। শামি তো ইনজুরি কাটিয়ে ফিরেছেন দীর্ঘদিন পর। আর কোহলি ছিলেন অফ ফর্মে।
পাহাড়সম চাপ নিয়ে একটি সেঞ্চুরিসহ ভারতের দ্বিতীয় ও টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন কোহলি। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে পুরনোরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন শামি।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এমএইচএম
Virat Kohli touched Mohammad Shami's mother's feet and clicked a picture with Shami's family. ?❤️ pic.twitter.com/amTeurTJ4k
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 9, 2025