ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

ক্রিকেট

র‍্যাংকিংয়ে সুখবর পেলেন রোহিত-স্যান্টনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
র‍্যাংকিংয়ে সুখবর পেলেন রোহিত-স্যান্টনার ছবি : ক্রিকইনফো

ভারতকে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। এবার ওয়ানডে র‍্যাংকিংয়ে সুসংবাদ পেয়েছেন তিনি।

তার সঙ্গে সুসংবাদ পেয়েছেন ফাইনালের আরেক দল নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারও।

দুবাইয়ের ফাইনালে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রোহিত। দল জিতিয়ে হয়েছেন ম্যাচসেরাও। সেই ইনিংসের সুবাদে ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। তার বর্তমান অবস্থানে তিনে।  

রোহিতকে জায়গা ছেড়ে দিয়ে এক ধাপ করে পিছিয়েন হেনরিখ ক্লাসেন (চতুর্থ) ও বিরাট কোহলি (পঞ্চম)। তবে আগের মতোই শীর্ষে আছেন ভারতের আরেক ওপেনার শুভমান গিল। আর দুইয়ে আছেন পাকিস্তানের বাবর আজম।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের তিন ব্যাটারের। এর মধ্যে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছেন ড্যারিল মিচেল। আসরে দুই সেঞ্চুরি হাঁকানো রাচিন রবীন্দ্র ১৪ ধাপ এগিয়ে আছেন ১৪তম স্থানে। আর তাদের সতীর্থ গ্লেন ফিলিপস ২৪তম স্থানে উঠেছেন ছয় ধাপ এগিয়ে।

অন্যদিকে বোলারদের র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার। আসরে ৯ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই স্পিনার। ৭ উইকেট নেওয়া ভারতীয় স্পিনার কুলদিপ যাদব তিন ধাপ এগিয়ে উঠেছেন তৃতীয় স্থানে।  

৫ উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজা তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছে। ভারতের আরেক স্পিনার বরুণ চক্রবর্তী ৯ উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে ১৬ ধাপ এগিয়ে ৮০ নম্বরে উঠেছেন। আর নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ১০ ধাপ এগিয়ে আছেন ১৮তম স্থানে। আর আগের মতোই শীর্ষে আছেন শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকসানা।  

ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তবে চার নম্বরে পরিবর্তন এসেছে। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ (পঞ্চম)-কে পেছনে ফেলে চারে উঠেছেন কিউই অধিনায়ক স্যান্টনার।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।