ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পিএসএলে কত পাবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, এপ্রিল ১১, ২০২৫
পিএসএলে কত পাবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ছবি: সংগৃহীত

পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) দশম আসর মাঠে গড়াচ্ছে আজ। ইতোমধ্যে আসরের প্রাইজমানি ঘোষণা করেছে পিসিবি।

তবে পুরোটা নয়, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য কত আর্থিক মূল্য রাখা হয়েছে সেটিই প্রকাশ করা হয়েছে।

এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকারও বেশি। আর রানার্স আপ দল পাবে ২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি।  

এক বিবৃতিতে আজ পিসিবি জানায়, ‘প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার জয়ের লক্ষ্যে ৬টি দল লড়াইয়ে নামতে যাচ্ছে। রানার্স-আপ দলকে দেওয়া হবে ২ লাখ ডলার। ’

এই প্রাইজমানি ছাড়াও বিভিন্ন স্থান অর্জনকারী দল এবং টুর্নামেন্টসেরা থেকে শুরু করে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কত বরাদ্দ থাকছে তা অবশ্য জানা যায়নি।

উদ্বোধনী ম্যাচে আজ শাহীন আফ্রিদির লাহোর কালান্দার্স মুখোমুখি হবে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডের। টুর্নামেন্টটি চলবে ১৮ মে পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।