ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলতে গিয়ে আম্পায়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মোহামেডানকে নেতৃত্ব দেওয়া তাওহীদ হৃদয়। পরে তাকে দেওয়া হয় এক ম্যাচের নিষেধাজ্ঞা।
গতকাল মিরপুরে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে হৃদয় জানান, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশাআল্লাহ। ’ এই মন্তব্যের কারণেই মূলত শাস্তি বাড়ানো হয় হৃদয়ের।
এর আগে পেসার এবাদত হোসেনের বল প্রতিপক্ষের ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্যাডে লাগলে অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ মোহামেডানের আবেদনে সাড়া দেননি। এতে তানভীরের সঙ্গে তর্কে জড়ান হৃদয়। এক পর্যায়ে লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
পরে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে হৃদয়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং তার নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট বসিয়ে দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তার।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
আরইউ