ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের কেন্দ্রীয় চুক্তি: কে কোন গ্রেডে, কার পারিশ্রমিক কত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
ভারতের কেন্দ্রীয় চুক্তি: কে কোন গ্রেডে, কার পারিশ্রমিক কত ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েও শীর্ষ ক্যাটাগরিতে জায়গা হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার। তাদের সঙ্গে এই ক্যাটাগরিতে রয়েছেন জসপ্রিত বুমরাহও।

এছাড়া বিসিসিআইয়ের চুক্তিতে ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও ইশান কিশান।  

ভারতের এবারের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে ৩৪ ক্রিকেটারকে। এ প্লাস, এ, বি ও সি মোট চার ক্যটাগরিতে রয়েছেন এসব ক্রিকেটার। আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি প্রত্যেক ক্যাটাগরির পারিশ্রমিক। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বলছে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন বছরে ৭ কোটি রুপি। এছাড়া ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫ কোটি, ‘বি’ ক্যাটাগরির ৩ কোটি ও ‘সি’ ক্যাটাগরির ১ কোটি রুপি।

৩৪ ক্রিকেটারের মধ্যে প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী। এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন রিশভ পন্থ। আর শ্রেয়াস আইয়ার ‘এ’ ক্যাটাগরিতে এবং ইশান কিশান ‘সি’ ক্যাটাগরিতে ফিরেছেন (যারা আগেরবার বাদ পড়েছিলেন শৃঙ্খলাজনিত কারণে)।
 
একনজরে বিসিসিআই ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা :

  • ‘এ’ প্লাস ক্যাটাগারি: রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহ
  • ‘এ’ ক্যাটাগরি: মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি ও রিশভ পন্থ
  • ‘বি’ ক্যাটাগরি: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জায়সওয়াল ও শ্রেয়াস আইয়ার
  • ‘সি’ ক্যাটাগরি: ইশান কিশান, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, রবি বিষ্ণোই, ধ্রুব জুরেল, সরফরাজ খান, রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।