ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

১১২ রানের লিড নিয়ে দিন পার করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
১১২ রানের লিড নিয়ে দিন পার করল বাংলাদেশ

সকালের সেশন গেল বৃষ্টির পেটে। এরপর ব্যাটিংয়ে ভালো শুরু এলো মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে।

পরে ফিফটি তুলে দলকে বড় লিডের পথে নিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত।  

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির তৃতীয় দিন শেষে আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান তুলেছে বাংলাদেশ। স্বাগতিকদের লিড এখন ১১২ রানের।

গত দুই দিনও আকাশ ছিল মেঘলা, তবে আজকের মতো এত বৃষ্টি হয়নি। টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী হতে সময় লেগে যায়। যে কারণে লাঞ্চের বিরতি দেন আম্পায়াররা। বিরতির পর মাঠ উপযোগী হওয়ায় দ্বিতীয় সেশন শুরু হয় সময়মতোই।  

দ্বিতীয় সেশনের শুরুর দিকেই অবশ্য মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। ভালো খেলতে থাকা এই ওপেনার ৬৫ বলে ৩৩ রান করে ফেরেন। এরপর জুটি গড়েন মুমিনুল ও শান্ত। তাদের ৬৫ রানের জুটিতেই লিডের মুখ দেখে বাংলাদেশ।  

ছন্দে থাকা মুমিনুল ছুটছিলেন ফিফটির দিকেও। কিন্তু নিয়াশা মায়াবোর বাউন্সারে বিভ্রান্ত হয়ে ব্যাট ছোঁয়াতে গেলে বল ক্যাচে পরিণত হয়। তাতে শেষ হয় মুমিনুলের ৮৪ বলে ৪৭ রানের ইনিংস।  

মুমিনুল বিদায় নিলেও দায়িত্ব নেন শান্ত। মাঝে ২০ বলে ৪ রান করে মুশফিকুর রহিম আউট হলে বিপর্যয়ের শঙ্কা দেখা দেয়। সেটিও জাকের আলীকে সঙ্গে নিয়ে সামাল দেন শান্ত। ১০৩ বলে ৬০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন শান্ত। ২১ রান নিয়ে তার সঙ্গে ব্যাট করছিলেন জাকের।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।