ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

ফের নিষিদ্ধ হচ্ছেন তাওহিদ হৃদয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
ফের নিষিদ্ধ হচ্ছেন তাওহিদ হৃদয়

সমস্যা যেন পিছু ছাড়ছে না তাওহিদ হৃদয়ের। এবার আবারও শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক।

 

আজ (২৬ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের প্রতি হতাশা প্রকাশ করায় হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট প্রদান করা হয়েছে।

বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) টেকনিক্যাল কমিটির সদস্য ও আম্পায়ার্স কমিটির ইনচার্জ অভি আবদুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ম্যাচ শেষে হৃদয়কে শুনানির জন্য ডাকা হলেও তিনি সেখানে উপস্থিত হননি। ফলে আম্পায়ারের সঙ্গে অসন্তোষ প্রকাশ এবং শুনানিতে অনুপস্থিত থাকার কারণে ম্যাচ রেফারি এই শাস্তি দেন।

আজকের ডিমেরিট পয়েন্টসহ হৃদয়ের নামের পাশে বর্তমানে আটটি ডিমেরিট পয়েন্ট জমা হয়েছে।  

ডিপিএলের বর্তমান বাইলজ অনুযায়ী, ৮ থেকে ১১ ডিমেরিট পয়েন্ট হলে খেলোয়াড়কে চার ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। ফলে মোহামেডান অধিনায়ক আগামী পরশু আবাহনীর বিপক্ষে অলিখিত ফাইনালে মাঠে নামতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে। যা মোহামেডানের জন্য এক বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

তবে হৃদয়ের নিষেধাজ্ঞার দুঃসংবাদের মাঝেও আজ ছিল মোহামেডানের জন্য এক দারুণ দিন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেষ বলে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় তারা। শেষ ওভারে ১২ রানের কঠিন সমীকরণ মেলান নাসুম আহমেদ, যিনি দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন।

মোহামেডান যদি আজ হারত, তাহলে কালই শিরোপা নিশ্চিত করে ফেলতে পারত আবাহনী। কারণ বিকেএসপিতে নিজেদের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে আবাহনী তাদের কাজ সেরে রেখেছিল।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।