ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ওয়েলচের পর উইলিয়ামসের ফিফটি, দ্রুত রান বাড়ছে জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, এপ্রিল ২৮, ২০২৫
ওয়েলচের পর উইলিয়ামসের ফিফটি, দ্রুত রান বাড়ছে জিম্বাবুয়ের ছবি: সংগৃহীত

ধীরগতির শুরুর পর বিদায় নিলেন দুই ওপেনার। এই ধাক্কা সামলে প্রতিরোধ গড়েছেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস।

দ্রুত রান বাড়াচ্ছেন তারা। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। দলকে নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১৫৪ রান।  

ট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। নিজের অভিষেক ম্যাচে বল করতে নেমে প্রথম উইকেটটি তুলে নেন তানিজিম। তার অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক টাইমিং করতে পারেননি ব্রায়ান বেনেট। ব্যাটে লেগে বল তালুবন্দি হয় জাকের আলির। ৩৩ বলে ফেরেন ২১ রান করে জিম্বাবুয়ে ওপেনার।  

আরেক ওপেনার বেন কারেন চেষ্টা করে প্রতিরোধ গড়ার। কিন্তু তাইজুল তা হতে দেননি। তার বল কারেনের ব্যাটের কানায় লেগে চলে যায় স্টাম্পে। নিক ওয়েলচের সঙ্গে ভাঙে ৩১ রানের জুটি। কারেন ফেরেন ৫০ বলে ২১ রান করে। দুই ওপেনারের বিদায়ের পর জুটি গড়েন ওয়েলচ ও উইলিয়ামস। ১০৭ বলে পঞ্চাশ পূর্ণ করেন ওয়েলচ। ১১৪ বল লাগে উইলিয়ামসের।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।