ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

‘একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, তারা খেলা বোঝে না’—তাইজুলের পাল্টা জবাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, এপ্রিল ২৮, ২০২৫
‘একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, তারা খেলা বোঝে না’—তাইজুলের পাল্টা জবাব সংগৃহীত ছবি

সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে হারের পর সমালোচনার তোপে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাদ পড়েননি দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামও।

তবে আজ চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দুর্দান্ত পারফরম্যান্সে সেই সমালোচনার জবাব দিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল স্পষ্ট জানিয়ে দিলেন, একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, তারা আসলে ক্রিকেট ঠিকমতো বোঝেন না। তার ভাষায়,
"এতগুলো টেস্ট (৫৩) খেলার পর আলহামদুলিল্লাহ যতগুলো উইকেট হয়েছে, একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে। "

সিলেট টেস্টে নিজের বাজে পারফরম্যান্সের কথা অকপটে স্বীকার করেছেন তিনি। তবে চট্টগ্রামে বল হাতে দলকে সাহায্য করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন,
"একজন প্লেয়ার যখন ৫০টা টেস্ট খেলে ফেলে, সিলেটে আমি যেভাবে বোলিং করেছি, এটা কোনোভাবেই ইতিবাচক কিছু না। তবে এখানে এসে পারফর্ম করতে পারাটা অবশ্যই ভালো লাগার ব্যাপার। সবচেয়ে বড় কথা, দলকে সাহায্য করতে পেরেছি। "

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শক্ত অবস্থানে ছিল জিম্বাবুয়ে। একসময় মনে হচ্ছিল, বড় সংগ্রহ গড়বে সফরকারীরা। তবে শেষ সেশনে তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে সেই সম্ভাবনায় ছেদ পড়ে।

তাইজুল ১৬তমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেন (৪৪ রানে)। এদিন তার হাত ধরেই শেষ সেশনে ৭ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দিনশেষে ৯ উইকেটে ২২৭ রানে থামে জিম্বাবুয়ে।

এদিন হ্যাটট্রিকের সুযোগও এসেছিল তাইজুলের সামনে। যদিও সেটা ধরা হয়নি। হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ আছে কি না জানতে চাইলে তিনি মিষ্টি হাসিতে বললেন,
"হ্যাটট্রিকের সুযোগ সবসময় আসে না। একটু খারাপ লাগতে পারে। তবে আলহামদুলিল্লাহ, দলকে সাহায্য করতে পারছি, এটাই বড় কথা। "

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।