জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হয়েছে বাংলাদেশের। এবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এর আগেও দেশটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হয়েছিল সিরিজটি। সেবার দুটি ম্যাচের দুটোতেই বাংলাদেশ জয়লাভ করে।
এই সিরিজ শেষ করে পাকিস্তানে যাবে বাংলাদেশ। আগামী ২১মে সেখানে পা রাখার পর ২৫ তারিখ প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। পরের ম্যাচটি হবে ২৭ তারিখ। এই দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ ও ৩ জুন লাহোরে।
যদিও পাঁচ নয়, তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। আর বাকি দুটি ওয়ানডে। কিন্তু আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে দুই বোর্ডের সমঝতোয় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে টি-টোয়েন্টি দুটি বাড়ানো হয়।
আরইউ