টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে ব্যাট হাতে ঝলক দেখালেন ওপেনার জাওয়াদ আবরার। তার ব্যাটে ভর করেই শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে ব্যাট করতে নেমে শক্ত ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী। উদ্বোধনী জুটিতে আসে ৪৯ রান। কালাম ১৯ রানে আউট হলেও, থেমে থাকেননি আবরার। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম ২৩ রানে রানআউট হয়ে ফেরার পর কিছুটা চাপ তৈরি হয় বটে, তবে তা দুর্দান্তভাবে সামাল দেন রিজান হোসেন।
এই দুই ব্যাটারের ১৩৫ রানের জুটিতে শক্ত ভিত পায় বাংলাদেশ। আবরার ১১৫ বলে ১১৩ রানের ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কা। রিজানও খেলেন ৭৭ বলে ৮৫ রানের চমৎকার ইনিংস। পরে দ্রুত রান তোলেন মোহাম্মদ আব্দুল্লাহ (৩২), দেবাশিষ দেবা (১৯) ও সামিউন বশির (২৩)। শেষদিকে অপরাজিত থাকেন অলরাউন্ডার আল ফাহাদ (১৯*)।
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩৬ রান।
শ্রীলঙ্কার হয়ে রশিথ নিমসারা নেন সর্বোচ্চ ৩ উইকেট। থারুশা নভদয়া পান ২টি এবং সানুজা নিন্দুওয়ারা নেন ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। এরপর অধিনায়ক ভিমাথ দিনসারা (৭২ বলে ৬৬) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না।
চামিকা হিনাতিগালা ১৮ বলে ৩০ রান করে ঝড় তোলার চেষ্টা করেন। এছাড়া কাভিজা দিমানশিথ (২৩) ও রশিথ নিমসারা (৩৯) ছাড়া বাকিরা ব্যর্থতার ছাপ রেখেছেন।
শেষ পর্যন্ত শ্রীলঙ্কা অলআউট হয় ১৯০ রানে।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার আল ফাহাদ—নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান সানজিদ মজুমদার ও আজিজুল হাকিম। একটি করে উইকেট ভাগ করে নেন সামিউন বশির, দেবাশিষ দেবা ও কালাম সিদ্দিকী।
এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাকি দুটি ম্যাচে তাদের সামনে সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ।
এমএইচএম