ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাইডারের ওয়ানডে প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
রাইডারের ওয়ানডে প্রত্যাবর্তন জেসি রাইডার

ওয়েলিংটন: ২০১২ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেলেন জেসি রাইডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের ঘোষিত দলে রাখা হয়েছে তাকে।



চোট থেকে ফিরেছেন মার্টিন গুপ্টিল, টপ অর্ডারে রাইডারকে সঙ্গ দেবেন তিনি। তার ফেরায় বাদ পড়েছেন টম ল্যাথাম। চোটের কারণে প্রথম দুই ম্যাচে থাকবেন না টিম সাউদি, তবে কুইন্সটাউনে তৃতীয় ওয়ানডেতে তার ফেরার সম্ভাবনা আছে।

অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম পিঠের ব্যথার কারণে উইকেটের পেছনে থাকতে পারবেন না। নির্বাচকরা জানিয়েছেন তার ভূমিকায় পুরো সিরিজজুড়ে থাকবেন লুক রঁচি।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে শৃঙ্খলাজনিত কারণে বাদ পড়ার পর আর আন্তর্জাতিক মঞ্চে দেখা যায়নি রাইডারকে। এরপর ক্রাইস্টচার্চে বারের বাইরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। সুস্থ হলেও কাটাতে হয়েছে ছয় মাসের নিষেধাজ্ঞা।

সম্প্রতি ওটাগোর হয়ে ঘরোয়া ক্রিকেটে চারটি প্লাঙ্কেট শিল্ড ম্যাচে ৬৪.৮৫ গড়ে ৪৫৪ রান করেছেন এই ব্যাটসম্যান। নির্বাচকদের নজর কাড়তে ওই পারফরমেন্সই যথেষ্ট। দলে জায়গা নিশ্চিত হওয়ার পর রাইডার বলেন,‘এ বছরের শুরু থেকেই আমি দলে ফেরার লক্ষ্য ঠিক করেছিলাম। আমার জন্য কঠিন একটি বছর দারুণভাবে শেষ হওয়ায় ভালো লাগছে। ব্ল্যাকক্যাপদের হয়ে পারফরর্ম করতে আমি আরও বেশি উজ্জীবিত। ’

দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি এন্ডারসন, মার্টিন গুপ্টিল, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, জেমস নীশাম, লুক রঁচি, জেসি রাইডার, রস টেলর ও কেন উইলিয়ামসন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।