ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিজয় দিবস টি-টোয়েন্টির সূচি চূড়ান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
বিজয় দিবস টি-টোয়েন্টির সূচি চূড়ান্ত

ঢাকা: আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে আমবার গ্রুপ। আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ইউসিবি বিসিবি একাদশ লড়বে এই প্রতিযোগিতায়।

ম্যাচগুলো হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রত্যেক দল থেকে তিনজন করে খেলোয়াড়কে ‘এ’ গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি খেলোয়াড়রা বি গ্রেডে। এ‘র খেলোয়াড়রা পাবেন আড়াই লাখ, আর বি গ্রেডের খেলোয়াড়ররা পাবেন দেড় লাখ টাকা করে।

চ্যাম্পিয়নরা অর্জন করবে নগদ ২০ লাখ টাকা, রানার্সআপরা পাবে ১০ লাখ। আর সিরিজ সেরা খেলোয়াড় পাবেন এক লাখ টাকা।

শুক্রবার এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টকে লিস্ট এ’র মর্যাদা দিয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল হবে এ বছরের শেষদিন। একদিনে দুটি করে ম্যাচ হবে। প্রত্যেকদিন প্রথম ম্যাচ হবে দুপুর একটায়, দ্বিতীয়টি হবে বিকাল পাঁচটায়। দর্শকরা ৫০ টাকার টিকিট কিনেই দুটি ম্যাচ দেখতে পাবেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের এ গ্রেডের খেলোয়াড়রা হলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, জহুরুল ইসলাম ও মুমিনুল হক। প্রাইম ব্যাংক ক্রিকেটের অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াও সোহাগ গাজী ও রুবেল হোসেন শীর্ষ ক্যাটাগরিভুক্ত। তামিম ইকবাল, ইমরুল কায়েস ও নাঈম ইসলাম ইউসিবি বিসিবি একাদশের এ গ্রেডে রয়েছেন। আবাহনী লিমিটেডের অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও জিয়াউর রহমান আছেন এই ক্যাটাগরিতে।

সময়সূচি:
২২ ডিসেম্বর: আবাহনী লিমিটেড ও ইউসিবি বিসিবি একাদশ, সিলেট

২২ ডিসেম্বর: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:, সিলেট

২৩ ডিসেম্বর: আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট

২৩ ডিসেম্বর: ইউসিবি বিসিবি একাদশ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, সিলেট

২৫ ডিসেম্বর: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও আবাহনী লিমিটেড, সিলেট

২৫ ডিসেম্বর: ইউসিবি বিসিবি একাদশ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট

২৬ ডিসেম্বর: আবাহনী লিমিটেড ও ইউসিবি বিসিবি একাদশ, সিলেট

২৬ ডিসেম্বর: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:, সিলেট

২৮ ডিসেম্বর: আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:, মিরপুর

২৮ ডিসেম্বর: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ইউসিবি বিসিবি একাদশ, মিরপুর

২৯ ডিসেম্বর: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও আবাহনী লিমিটেড, মিরপুর

২৯ ডিসেম্বর: ইউসিবি বিসিবি একাদশ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:, মিরপুর

৩১ ডিসেম্বর: ফাইনাল ম্যাচ

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad