ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দশ হাজার টাকা জরিমানা তামিমের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
দশ হাজার টাকা জরিমানা তামিমের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

মিরপুর: বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের ফাইনালে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে ইউসিবি-বিসিবি একাদশের অধিনায়ক তামিম ইকবালের বিরুদ্ধে। মঙ্গলবারের এই ম্যাচ শেষে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।



ঘটনা হচ্ছে আউট হওয়ার পরও তামিম ব্যাটিং ক্রিজ ছাড়তে অস্বীকৃতি জানান এবং আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। অভিযোগ এনেছেন মাঠে দায়িত্বরতম আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও এনামুল হক।

অপরাধ আমলে এনে ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান এই জরিমানা নির্ধারণ করেন। তামিম অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন নেই।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।