করাচি: বাংলাদেশেই হবে এশিয়া কাপ- এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) গত শনিবার কলম্বোয় নিশ্চিত করেছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও পাকিস্তান বিরোধী আন্দোলনের বাতাস বইতে থাকায় মহাদেশীয় এই টুর্নামেন্টে অংশগ্রহণে দোটানায় রয়েছে পাকিস্তানি ক্রিকেট দল।
পিসিবির অন্তর্বর্তীকালীন কোচ নাজাম শেঠীর নিকটস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করে ডেইলি মিরর’কে এই ব্যাপারে জানান,‘বাংলাদেশেই ম্যাচগুলো হলে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করার আগে পাকিস্তান সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ’
বাংলাদেশের পরিস্থিতিকে পাকিস্তানি ক্রিকেট দলের জন্য বৈরি বলে মন্তব্য করেছেন ওই কর্মকর্তা। বিশেষ করে পাকিস্তান বিরোধী আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তিনি বলেন,‘আজ বাংলাদেশের জনগণের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে তার মধ্যে খেলতে গিয়ে পাকিস্তানি দলের উপর নিরাপত্তা হুমকিকে অবহেলা করছে না পিসিবি ও পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। ’
অবশ্য এসিসির সভা শেষে প্রধান নির্বাহী আশরাফুল হক জানিয়েছিলেন ইতিবাচক আছে পাকিস্তান,‘এসিসির ওই সিদ্ধান্তের সময় পাকিস্তানও ছিল এবং বোর্ড কোনো আপত্তি জানায়নি। আমরা আশাবাদী পাকিস্তানও অংশ নেবে। ’
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত হবে এশিয়া কাপ। এবারের আসরে পঞ্চম দল হিসেবে অংশ নিতে যাচ্ছে আফগানিস্তান।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ৬ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর