ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে অনিশ্চিত পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৪
এশিয়া কাপে অনিশ্চিত পাকিস্তান

করাচি: বাংলাদেশেই হবে এশিয়া কাপ- এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) গত শনিবার কলম্বোয় নিশ্চিত করেছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও পাকিস্তান বিরোধী আন্দোলনের বাতাস বইতে থাকায় মহাদেশীয় এই টুর্নামেন্টে অংশগ্রহণে দোটানায় রয়েছে পাকিস্তানি ক্রিকেট দল।

বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার অগ্রগতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ শেষে অংশ নেবে কি নেবে না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচ্চপদস্থ এক কর্মকর্তা।

পিসিবির অন্তর্বর্তীকালীন কোচ নাজাম শেঠীর নিকটস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করে ডেইলি মিরর’কে এই ব্যাপারে জানান,‘বাংলাদেশেই ম্যাচগুলো হলে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করার আগে পাকিস্তান সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ’

বাংলাদেশের পরিস্থিতিকে পাকিস্তানি ক্রিকেট দলের জন্য বৈরি বলে মন্তব্য করেছেন ওই কর্মকর্তা। বিশেষ করে পাকিস্তান বিরোধী আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তিনি বলেন,‘আজ বাংলাদেশের জনগণের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে তার মধ্যে খেলতে গিয়ে পাকিস্তানি দলের উপর নিরাপত্তা হুমকিকে অবহেলা করছে না পিসিবি ও পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। ’

অবশ্য এসিসির সভা শেষে প্রধান নির্বাহী আশরাফুল হক জানিয়েছিলেন ইতিবাচক আছে পাকিস্তান,‘এসিসির ওই সিদ্ধান্তের সময় পাকিস্তানও ছিল এবং বোর্ড কোনো আপত্তি জানায়নি। আমরা আশাবাদী পাকিস্তানও অংশ নেবে। ’

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত হবে এশিয়া কাপ। এবারের আসরে পঞ্চম দল হিসেবে অংশ নিতে যাচ্ছে আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ৬ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।