ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুবাইয়ে লঙ্কান বোলারদের প্রথম দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪
দুবাইয়ে লঙ্কান বোলারদের প্রথম দিন

দুবাই: পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সফল শ্রীলঙ্কার বোলাররা। ৭৩ রানে দুই উইকেট হারানো পাকিস্তানকে প্রথম ইনিংসে তারা গুটিয়ে দিয়েছে ১৬৫ রানে।

তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৫৭ রানে দিন শেষ করেছে লঙ্কান ব্যাটসম্যানরা।

প্রথম দিন শেষে
পাকিস্তান: প্রথম ইনিংস- ১৬৫/১০
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস- ৫৭/১ (১৬ ওভার)

দুবাইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। ডানহাতি পেসার নুয়ান প্রদীপ দলীয় ৭৮ রানের মধ্যে আহমেদ শেহজাদ (৩) ও মোহাম্মদ হাফিজকে (২১) সাজঘরে পাঠান। এর আগে হাফিজ ৫০ রানের সেরা জুটি গড়েন খুররম মনজুরকে নিয়ে।

এরপর সুরাঙ্গা লাকমল ও শামিন্দা এরাঙ্গার গতির সঙ্গে রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে পড়ে মিসবাহ উল হকদের ব্যাটিং লাইনআপ। মনজুর ৭৩ রানের ইনিংস সেরা ব্যক্তিগত পারফরমেন্স করেন। ২৪ রানে অপরাজিত ছিলেন বিলাওয়াল ভাট্টি। দুই অঙ্কের ঘরে পৌঁছানো চার ব্যাটসম্যানের মধ্যে অন্যজন হলেন ইউনুস খান (১৩)।

হেরাথ ও প্রদীপ তিনটি করে উইকেট পান। দুটি করে নেন লাকমল ও হেরাথ।

জবাবে ব্যাট করতে নেমে দলে ৪০ রান যোগ করে সাজঘরে ফেরেন ওপেনার দিমুথ করুনারত্নে। ৩২ রানে জুনাইদ খানের শিকার হন তিনি। সমান ১২ রানে অপরাজিত ছিলেন কৌশল সিলভা ও কুমার সাঙ্গাকারা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ৮ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।