ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসর নিলেন টনি হিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
অবসর নিলেন টনি হিল টনি হিল

ওয়েলিংটন: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরে দাঁড়ালেন টনি হিল। নিজ দেশের স্থানীয় আম্পায়ারদের কোচিং করাতে এই সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের আম্পায়ার।



৬২ বছর বয়সী টনির আম্পায়ারিং ক্যারিয়ার ১৫ বছরের। ৪০ টেস্ট, ৯৬ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টিতে ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

১৯৯৮ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়। শেষবারের মতো ম্যাচ পরিচালন‍া করেছেন সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টে, টিভি আম্পায়ার হিসেবে।

২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপেও তত্ত্বাবধায়নে ছিলেন টনি। এছাড়া দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি (২০০৯ ও ২০১৩) ও গত চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই অংশ নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ৯ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।