ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

জাতীয় গলফে চোখ লারার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
জাতীয় গলফে চোখ লারার

পোর্ট অব স্পেন: পুয়ের্তো রিকোয় আসন্ন ক্যারিবীয় অপেশাদার গলফ চ্যাম্পিয়নশিপে ত্রিনিদাদ এন্ড টোবাগোর জাতীয় পর্যায়ের দলে জায়গা পাওয়ার লক্ষ্যে লড়তে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গ্রেট ব্রায়ান লারা।

ভক্তদের কাছে ‘প্রিন্স অব পোর্ট অব স্পেন’ খ্যাত লারা এজন্য গলফ হাতে দুদিনের আমন্ত্রণমূলক টুর্নামেন্ট তাতিল ওপেনে অংশ নিতে যাচ্ছেন।

জাতীয় পর্যায়ে নির্বাচিত হতে গেলে বাধ্যতামূলকভাবে এই প্রতিযোগিতায় খেলতে হবে।

ত্রিনিদাদ এন্ড টোবাগো গলফ অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে তাতিল ওপেন। লারার অংশ নেওয়ার ব্যাপারে নিশ্চিত করলেন টুর্নামেন্ট পরিচালক ক্রিস্টোফার হ্যারিয়েস,‘জাতীয় দলের হয়ে খেলতে মুখিয়ে আছে ব্রায়ান। আর জাতীয় দলে বাছাই হতে গেলে এই টুর্নামেন্টটি খেলতে হয়। সব প্রতিদ্বন্দ্বিতাই কঠিন। সিনিয়র বিভাগও কঠিন হবে। আমার মনে হয় পাঁচ বিভাগের খেলাই হবে অনেক শক্ত। ’

ছয়টি ক্যাটাগরিতে অংশ নেবে গলফাররা- চ্যাম্পিয়নশিপ, ১ম ফ্লাইট, ২য় ফ্লাইট, সিনিয়র্স, সুপার সিনিয়র্স ও লেডিস ফ্লাইট।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad