ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মুনরোর পরিবর্তে সাউদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
মুনরোর পরিবর্তে সাউদি ছবি: কলিন মুনরো ও টিম সাউদি

ওয়েলিংটন: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের চূড়ান্ত দলে একটিমাত্র পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। ব্যাটসম্যান কলিন মুনরোকে বাদ দিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার টিম সাউদিকে।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি একদিনের ক্রিকেট সিরিজে শক্তিশালী পারফরমেন্স করায় দলটি অক্ষুণ্ন রাখা হয়েছে জানালেন জাতীয় নির্বাচক কমিটির মহা ব্যবস্থাপক ব্রুস এডজার। ক্যারিবীয়রা শেষ ম্যাচটি জিতলে ২-২ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করতে হয় স্বাগতিকদের। এই সিরিজের তৃতীয় ম্যাচে কোরি এন্ডারসন ৩৬ বলে শহীদ আফ্রিদির দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙেন। একই ম্যাচে ষষ্ঠ দ্রুততম শতক পান জেসি রাইডার।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নেপিয়ারে শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। এরপর দুটি টেস্ট খেলবে দুদল।

দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি এন্ডারসন, মার্টিন গুপ্টিল, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, জেমস নীশাম, লুক রঁচি (উইকেটরক্ষক), জেসি রাইডার, টিম সাউদি, রস টেলর ও কেন উইলিয়ামসন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।