ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

তাইজুলকে নাবিলের পাল্টা জবাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
তাইজুলকে নাবিলের পাল্টা জবাব

ঢাকা: বিসিবি উত্তরাঞ্চলের তাইজুল ইসলাম ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের নাবিল সামাদ- দুজনেই বাঁহাতি স্পিনার। বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দুদিনের নায়ক।

তবে তাইজুলকে পাল্টা জবাব দিয়ে দ্বিতীয় দিন নিজ দলকে এগিয়ে রাখতে বড় অবদান রাখলেন নাবিল।

দ্বিতীয় দিন শেষে
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: প্রথম ইনিংস- ২৭০/১০, দ্বিতীয় ইনিংস ৭৯/৩ (২১ ওভার)
বিসিবি উত্তরাঞ্চল: প্রথম ইনিংস- ২৪৮/১০

বিকেএসপির দুই নম্বর মাঠে প্রথম দিন পূর্বাঞ্চলের আটটির মধ্যে সাতটি উইকেট দখলে নেন তাইজুল। দুই উইকেট হাতে রেখে ২৬১ রানে মাঠে নেমে আরও ৯ রান যোগ করতে সোহরাওয়ার্দী শুভর স্পিনে গুটিয়ে যায় তামিম ইকবালের দল।

পূর্বাঞ্চলের ইনিংসে মুমিনুল হক (৯৪), অলক কাপালি (৫৮) ও রাজিন সালেহ (৩৮) প্রতিরোধ গড়েছিলেন।

প্রথম ইনিংস খেলতে নেমে নাবিলের ঘূর্ণিতে নড়বড়ে হয়ে ওঠে উত্তরাঞ্চলের ব্যাটিং লাইনআপ। ৯৯ রানে ছয় উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত ফরহাদ রেজা ও সোহরাওয়ার্দী শুভর ফিফটিতে ধকল সামলায় তারা। ৮৬ রানের এই জুটি ভাঙলে উত্তরাঞ্চলের প্রথম ইনিংসে লিড নেওয়ার মতো কেউ ব্যাটিং করতে পারেননি।

ফরহাদ ইনিংস সেরা ৭২ রান করেন। ৬৭ রানে অপরাজিত ছিলেন সোহরাওয়ার্দী। ৩১ রান আসে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে।

নাবিল ২৭ ওভারে ৬৯ রান দিয়ে ছয়টি উইকেট নেন।

২২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৭৪ রানের মধ্যে নির্ভরযোগ্য তিন ব্যাটসম্যানকে হারিয়েছে পূর্বাঞ্চল। তামিম ৮ রানে সাজঘরে ফেরেন। নাফীস ইকবাল ৩৭ ও মুমিনুল ২৪ রানে মাঠ ছাড়েন।

রাজিন ৯ ও কাপালি ১ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।