ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন ফকনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
ছিটকে গেলেন ফকনার

সিডনি: হাঁটুর চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার। ইংল্যান্ডের সঙ্গে তিন টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না ডানহাতি এ বাহাঁতি এ বোলার।

হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে তার।

এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোটের কারণে ঝরে পড়াদের মিছলে ফকনারের সঙ্গে আছেন শন মার্শ ও জ্যাকসন বার্ডও। টেস্ট সিরিজ খেলতে বুধবার দেশ ছাড়ছে অসিরা।

গতবছর ভারতের বিপক্ষে অভিষেক হওয়া অলরাউন্ডার মোয়াসেস হেনরিক্স জায়গা পেয়েছেন ফকনারের পরিবর্তে।

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে বাঁহাতি এই পেসার চোট পান। মঙ্গলবারই মেলবোর্নে ছুরি কাঁচির নিচে যাচ্ছেন ফকনার। প্রত্যাশা করছেন, প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার।

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক জন ইনভেরারিটি বলেন,‘সম্প্রতি মোয়াসেস হেনরিক্স ব্যাটে-বলে খুব ভালো খেলেছে। তাই দলে নেওয়া হলো তাকে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।