ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

রাইডার-ব্রেসওয়েলকে জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪
রাইডার-ব্রেসওয়েলকে জরিমানা

অকল্যান্ড: ভারতের বিপক্ষে প্রথম টেস্টের আগে মধ্যরাতে পানশালায় গিয়ে মদ্যপানের ঘটনায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জেসি রাইডার ও মিডিয়াম পেসার ডগ ব্রেসওয়েলকে জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। কী পরিমাণ অর্থ গুণতে হবে তাদের সেটা অপ্রকাশিত রাখা হয়েছে।



কয়েকটি প্রতিবেদনে জানা গেছে, এই দুই ক্রিকেটার পানশালায় এক পর্যায়ে মারামারি শুরু করে দেন। সম্প্রতি দ্বিতীয় ম্যাচ থেকে তাদের বাদ দিয়েছেন কোচ মাইক হেসন।

বর্তমানে ভাঙা পায়ের চিকিত্সা নিতে নেপিয়ারে ফিরে গেছেন ব্রেসওয়েল।

নিউজিল্যান্ড ক্রিকেট পরিচালন প্রধান লিন্ডসে ক্রকার জানিয়েছেন, খেলোয়াড়রা তাদের শাস্তি মেনে নিয়েছেন। আর কত জরিমানা হয়েছে সেটাও গোপনীয় থাকছে।

কয়েকটি সূত্রে জানা গেছে, এই নাটকের ঘটনায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছে রোববার পর্যন্ত। আর প্রত্যাশিতভাবে রাইডারকে দলে না রাখার কথা বিবেচনা করছে নির্বাচকরা।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।