ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সিরিজে নেই গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
ইংল্যান্ড সিরিজে নেই গেইল

জ্যামাইকা: আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পিঠের ব্যথায় সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে নামতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। চোটের অবস্থা পর্যবেক্ষণ শেষে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়লেন তিনি।

আর আইরিশদের বিপক্ষে একমাত্র ওয়ানডেতেও তাকে পাচ্ছে না ক্যারিবীয়রা।

ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের এই হোম সিরিজে গেইলের পরিবর্তে অলরাউন্ডার ডোয়াইন স্মিথকে ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নির্বাচকরা। ক্যারিবীয় ওপেনারের চিকিত্সা চলবে জ্যামাইকায়।

এর আগে ৩৪ বছর বয়সী তারকা গত নভেম্বরে ভারত সফরের সময় হ্যামস্ট্রিং চোট নিয়ে নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়েন।

২৮ ফেব্রুয়ারি এন্টিগায় হবে তিন ম্যাচ ওয়ানডের প্রথমটি। শেষ দুটি হবে ২ ও ৫ মার্চ। এরপর বার্বাডোজে সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।