ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তোরা সব জয়ধ্বনি কর!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
তোরা সব জয়ধ্বনি কর! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনেক দিনের আরাধ্য জয় ধরা দিল টাইগারদের কাছে। দুর্বল আফগানিস্তানের সঙ্গে হেসে খেলে জিতেছে বাংলাদেশ।



টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে রোববার টাইগাররা ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানদের। বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপে ষোলকলা ব্যর্থতা এবং এ টুর্নামেন্টেই নবাগত আফগানিস্তানের কাছে হারার পর অনেক উৎকণ্ঠা ভাসে বাতাসে। সেই উৎকণ্ঠাকে দু’টি প্রস্তুতি ম্যাচেই উড়িয়ে দেয় টাইগাররা।

আর প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেই উৎকণ্ঠা একেবারেই নিঃশেষ করে দিলেন মুশফিক-মাশরাফি-সাকিব-বিজয়রা।

শেষ রানের প্রয়োজনে বিজয় যখন ছক্কা হাঁকালেন তখন যেন জয়ের আনন্দে দুলে ওঠে বাংলাদেশ। আন্তর্জাতিক ম্যাচে অনেক দিনের জয়ের ক্ষুধায় থাকা টাইগার ক্রিকেটপ্রেমীরা গর্জে ওঠেন সর্বশক্তিতে।

হাতজোড় করে অপেক্ষমান ক্রিকেটপ্রেমীরা গর্জে ওঠেন, ‘গুডলাক বাংলাদেশ’, ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ’ গানের তালে তালে। ‘বাংলাদেশ-বাংলাদেশ’ বলে সেই গর্জন বাংলাদেশ ছাড়িয়ে যেন বিশ্বকে জানান দেয়, ‘ক্রিকেট মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বিশ্বজয়!’

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

**বাতাসে শুনি জয়ধ্বনি
**তামিম-বিজয়ের জয়যাত্রা
**শত রানের আগেই গুটিয়ে যাওয়ার আশঙ্কা আফগানদের
**সাকিব ঘূর্ণিতে চূর্ণ আফগান টপ অর্ডার
**নড়াইল এক্সপ্রেসে উজ্জীবিত বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।