ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মার্ক চ্যাপম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
মার্ক চ্যাপম্যান

২০ বছর বয়সী মার্ক চ্যাপম্যান হংকংয়ের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দুটি। মাত্র দুটি ম্যাচেই ক্রিকেট বিশ্বকে নিজের জাত চিনিয়েছেন তিনি।

বাহাতি এই অল-রাউন্ডার বিশ্বকাপের এই আসরে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হার না মানা ৫৩ (৩৩) রান করেছিল। চারটি চার আর তিনটি ছয়ে এই রান করে দলকে জিতিয়েছিলেন তিনি। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও করেছিলেন ৫০ (৪০) রান। সে ম্যাটিকেও জিতিয়েছিলেন তিনি।
মূল বাছাই পর্বের প্রথম খেলায় নেপালের বিপক্ষে চ্যাপম্যান মাত্র ১৩ রানে আউট হয়ে যান। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে আবার তার ব্যাট কথা বলে। দ্বিতীয় ম্যাচে ৩৮ রান করে আবারো হুমকি দিচ্ছেন তিনি। এছাড়া দলের প্রয়োজনে বল হাতে অফ-ব্রেক বল করতেও প্রস্তুত আছেন তিনি।
আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তিনিই হতে পারেন হংকংয়ের মূল নায়ক।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, ২০ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।