ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছক্কা বৃষ্টি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
ছক্কা বৃষ্টি! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক্রিকেটের একেবারেই নতুন দুই দল আয়ারল্যান্ড-নেদারল্যান্ড। তবে নবীন এই দুই দল মিলেই করে ফেলেছে বড় এক কীর্তি! 

শুক্রবার সিলেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে ছক্কা বৃষ্টির প্রদর্শনী চালিয়েছে দল দু’টি।

দুই দল মিলিয়ে ৩৩.৫ ওভারে ছক্কা হয়েছে ৩০টি।

প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের ব্যটসম্যানরা ছয় মেরেছেন ১১টি। তাদের বেঁধে দেওয়া ১৯১ রান তাড়া করতে গিয়ে নেদারল্যান্ড ব্যটসম্যানদের ব্যাট পাল্টা চড়াও হয় আইরিশ বোলিংয়ের ওপর। ১৩.৫ ওভারেই তাদের ছক্কার সংখ্যা ১৯টি।

ছয় উইকেটে ম্যাচটি জিতে নিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ড।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।