ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের বিশ্বকাপ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, মার্চ ২৩, ২০১৪
মেয়েদের বিশ্বকাপ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ছবি : কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো জমকালো নয় মেয়েদের বিশ্বসেরা হওয়ার লড়াই। তাতে কী আসে যায়।

দর্শকরা ক্রিকেট উপভোগ করতে ঠিকই চলে এসেছে। রোববার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হলো এই মেয়েদের লড়াই। আর উদ্বোধনী করলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সিলেটের এই সংসদ সদস্যের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

তিনটায় টস হওয়ার পর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দেশের অর্থমন্ত্রী। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা ব্যাটিং ও ফিল্ডিংয়ে নামার আগমুহূর্তে দুই সারিতে দাঁড়িয়ে ছিলেন। সেখানেই খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন মুহিত ও নাজমুল।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।