ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আইরিশ মেয়েদের সামনে আত্মবিশ্বাসী কিউইরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪
আইরিশ মেয়েদের সামনে আত্মবিশ্বাসী কিউইরা ছবি: কাশেম হারুণ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ইভেন্টে লড়তে যাচ্ছে আয়ারল্যান্ড। মঙ্গলবার নিজেদের উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের মতো বড় প্রতিদ্বন্দ্বী আইরিশ মেয়েদের।

এ গ্রুপে তাদের অন্য প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্ত প্রতিপক্ষ।

২০১৩ সালের জুলাইয়ে আইসিসি মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাছাইপর্বে নেদারল্যান্ডসকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষ বলে দুই রানে হারিয়ে মূল পর্বে জায়গা পায় আইরিশরা। অধিনায়ক ইসোবেল জয়েস ও যমজ বোন সেসিয়া ওই দলের সদস্য ছিলেন। ইসোবেল সেবার ৬৪ বলে ৭২ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন। দলের সঙ্গে সিলেটে চমক দেখাতে থাকছেন দুজনই।

সম্প্রতি দোহায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল দ্বিতীয় ম্যাচেই। যদিও হেরেছে দুটিতে (পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে)। সর্বশেষ শ্রীলঙ্কা ও ভারতের কাছে প্রস্তুতি ম্যাচেও হেরেছে তারা।

তবুও চমক দেখানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামতে চায় ইসোবেল বাহিনী।

অন্যদিকে দুবার শিরোপার কাছে গিয়েও হাতছাড়া হওয়ার আক্ষেপ কাটাতে এগিয়ে থাকতে চায় নিউজিল্যান্ড। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দুপুর সাড়ে তিনটায় নতুন দলটির মুখোমুখি হবে সুজি বেটস বাহিনী। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সাত রানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।