ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

প্রথমবারের মতো বাদ পড়লেন নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, মার্চ ২৫, ২০১৪
প্রথমবারের মতো বাদ পড়লেন নাসির

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে: সুপার টেন পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ দলে চারটি পরিবর্তন এসেছে।

যার মধ্যে এই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়লেন নাসির হোসেন।

২০১১ সালে ১৪ই আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম অভিষেক ঘটে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালে ঢাকায় টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলেন। প্রথম ম্যাচে ১৮ রান করেন তিনি।

দলের জন্যে নিয়মিত রান করলেও সম্প্রতি তিনি ভালো ফর্মে নেই। মিডল অর্ডারে এ ব্যাটসম্যান ২০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ২৯৪ রান করেন। যার মধ্যে দু’টি অর্ধশতক রয়েছে। এছাড়া দল থেকে বাদ পড়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক, অলরাউন্ডার ফরহাদ রেজা ও রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।