ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাজঘরে তামিম-শামসুর-সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
সাজঘরে তামিম-শামসুর-সাকিব

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: রবিচন্দ্রন অশ্বিনের বলে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা সুরেশ রায়নার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১০ বলে ৬ রান সংগ্রহ তামিমের।

তারপর ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শামসুর রহমান। দলের বিপর্যয়ের মুহূর্তে মাঠে নেমেও মাত্র ১ রান করে সাজঘরে ফিরে গেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভুবনেশ্বর কুমারের বলে স্ট্যাম্প উড়ে গেছে তার।

ক্রিজে রয়েছেন এনামুল হক বিজয়। নেমেছেন মুশফিকুর রহিম। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ২২ রান

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই চার হাঁকিয়ে রানের খাতা খোলেন তামিম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টসে জিতে বাংলাদেশি অধিনায়ক মুশফিকুর রহিমকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

জয়ের লক্ষ্যে টাইগার দলের হয়ে খেলছেন তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা ও আল আমিন হোসেন।

আর ভারতীয়দের পক্ষে খেলছেন রোহিত শর্মা, শেখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি।

ভারতীয় দলে কোনো পরিবর্তন না হলেও বাংলাদেশ দলে দু’টি পরিবর্তন হয়েছে। টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হকের জায়গায় এসেছেন অলরাউন্ডার নাসির হোসেন, আর সাব্বির রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন শামসুর রহমান।

এর আগে, সুপার টেনের প্রথম খেলায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরেছিল ৭৩ রানে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪

**টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা
** কিছুক্ষণের মধ্যে মাঠে নামছে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।