ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ক্রিকেট

ভারতের কাছেও অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
ভারতের কাছেও অসহায় আত্মসমর্পণ ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ভারতের কাছেও নাস্তানাবুদ হলো বাংলাদেশ। শক্তিশালী ভারতের কাছে ৮ উইকেটে পরাজিত হয়ে সুপার টেনে দ্বিতীয় হার গুনলো টাইগাররা।



১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারত ওপেনার রোহিত শর্মা ও টপ অর্ডার বিরাট কোহলির অর্ধশতকে ৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশ: ১৩৮/৭ (২০ ওভার)
ভারত: ১৪১/২ (২০ ওভার)
ফল: ভারত জয়ী ৮ উইকেটে
fi_2_
১৩৯ রানের টার্গেটে খেলতে ভারতের ব্যাটিং গোড়াপত্তনে আসেন রোহিত শর্মা এবং শেখর ধাওয়ান। দলীয় ১৩ রানে শেখর ধাওয়ানের স্ট্যাম্প উড়িয়ে দেন আল আমিন হোসেন।

তবে আরেক ওপেনার রোহিত শর্মা এবং তিন নম্বরে নামা বিরাট কোহলি ১০০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। রোহিত ৩৯ বল খেলে ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক করেন। মাশরাফির বলে নাসিরের হাতে ধরা পড়ার আগে ৪৪ বল খেলে ৫৬ রান করেন তিনি। রোহিত চার মেরেছেন ৫টি আর ছক্কা হাঁকিয়েছেন একটি।
fi_4_
৪১ বলে নিজের ষষ্ঠ অর্ধশতক করেন কোহলি। শেষ পর্যন্ত ৫০ বল খেলে তিন চার আর এক ছয়ে ৫৭ রানে অপরাজিত থাকেন কোহলি। এছাড়া, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১২ বলে ২২ রান করেন।

পাওয়ার প্লে থেকে ভারত এক উইকেটে ৩৯ রান তুলে নেয়। দলীয় অর্ধশতক আসে ৪৩ বলে। প্রথম দশ ওভারে ভারত করে এক উইকেটে ৭৭ রান। দলীয় শতক আসে ৮১ বল থেকে।

এর আগে, টসে হেরে বাংলাদেশ দলের ব্যাটিং ওপেন করতে নামেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। দলীয় ২০ রানের মাথায় তামিম ইকবাল রবিচন্দ্রন অশ্বিনের বলে সুরেশ রায়নার তালুবন্দি হন।   পরের বলেই দলে ফেরা শামসুর রহমান রহিত শর্মার হাতে ধরা পড়েন।
fi_3_43
এর পরের ওভারে এক রানে সাকিব আল হাসান আউট হয়ে গেলে ২১ রানে ৩ উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

সাময়িক এই চাপ সামাল দেন অধিনায়ক মুশফিকুর রহিম এবং বিজয়। তবে, ৪৬ রানের জুটি গড়ে ২১ বলে ২৪ রান করে সাকিব-তামিমের পথ ধরেন মুশফিকও। মুশফিকের পর বিজয়ও ৫টি চার আর দু’টি ছয়ের মারে ৪৩ বলে ৪৪ রান করে অমিত মিশ্রর ঘূর্ণিতে বোল্ড হন।

এরপর নাসির হোসেন এবং মাহামুদুল্লাহ ষষ্ঠ উইকেট জুটিতে ৪৯ রানের জুটি গড়লে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে।

নাসির ১৬ রানে মিশ্রর বলে আউট হলেও মাহামুদুল্লাহ ৫টি চার আর একমাত্র ছক্কায় হার না মানা ৩৩ রান করেন।
final_1
পাওয়ার প্লে-র ছয় ওভারে টাইগাররা মাত্র ২৭ রান তোলে তিন উইকেট হারিয়ে। দলীয় অর্ধশতক আসে ৫১ বলে। আর শতক আসে ৯৭ বলে।

ভারতের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন ধারাবাহিক ফর্মে থাকা অমিত মিশ্র। দু’টি উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন।

এর আগে, সুপার টেনের প্রথম খেলায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরেছিল ৭৩ রানে।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪

** রোহিত-কোহলির অর্ধশতক, সহজ জয়ের পথে ভারত
**ধাওয়ানের স্ট্যাম্প ওড়ালেন আল আমিন
**ব্যাটিংয়ে ভারত
**ভারতকে ১৩৯ রানের টার্গেট দিলো বাংলাদেশ
**রান তোলার চেষ্টা রিয়াদ-নাসিরের
**চাপে টাইগাররা
**বিপর্যয় সামলানোর চেষ্টা বিজয়-মুশফিকের
**সাজঘরে তামিম-শামসুর-সাকিব
**টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা
** কিছুক্ষণের মধ্যে মাঠে নামছে টাইগাররা
** রানের চাকা ঘুরছে রোহিত-কোহলির ব্যাটে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।