ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে রদবদল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, এপ্রিল ২, ২০১৪
আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে রদবদল

ঢাকা: বুধবার প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বেশ কিছু রদবদল হয়েছে। টি-টোয়েন্টি দল হিসেবে ভারত এখন শীর্ষে।

১৩০ রেটিং পয়েন্ট নিয়ে তারা এখন এক নম্বরে (দশমিক পয়েন্টের হিসেবে)। সমান রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।

তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান এবং দ. আফ্রিকা।

সর্বশেষ আসিসির টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ৮৯২ রেটিং নিয়ে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ৮৩৪ রেটিং নিয়ে ইংল্যান্ডের অ্যালেক্স হেল রয়েছেন দুইয়ে আর ভারতের বিরাট কোহলি ৮২১ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছেন।

বোলারদের তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি (৮৫৫ রেটিং পয়েন্ট)। ৮১০ রেটিং নিয়ে বদ্রির স্বদেশী সুনীল নারাইন রয়েছেন দুইয়ে আর পাকিস্তানের সাইদ আজমল ৭১১ রেটিং নিয়ে তিনে রয়েছেন।

টি-টোয়েন্টি অল-রাউন্ডার হিসেবে ৩৯৩ রেটিং নিয়ে বাংলাদেশের সাকিব আল হাসান আছেন দুই নম্বরে। এই তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছেন ৪০০ রেটিং পাওয়া পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘন্টা, ২ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।