ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

ক্রিকেট

প্রথম ওভারেই ডি কককে ফেরালেন ভুবনেশ্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
প্রথম ওভারেই ডি কককে ফেরালেন ভুবনেশ্বর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: টসে জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের ইনিংসের প্রথম ওভারেই কুইনটন ডি কককে সাজঘরে পাঠিয়েছেন ভুবনেশ্বর কুমার। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দেওয়ার আগে ৪ বলে ৬ রান করেছেন তিনি।



প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ১ ওভার শেষে ১০ রান। ক্রিজে রয়েছেন ফাফ ডু প্লেসিস ও হাশিম আমলা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের শিরোপা ঘরে নিতে শুক্রবার মুখোমুখি হয়েছে ফেবারিট ভারত ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।

সন্ধ্যা ৭টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে যারা জিতবে তারাই ৬ এপ্রিল শ্রীলঙ্কার সঙ্গে ফাইনাল খেলার টিকিট পেয়ে যাবে।

এবারের আসরের শিরোপা ঘরে নিতে চোকার তকমাধারী প্রোটিয়াদের পক্ষে মাঠে নামছেন কুইনটন ডি কক, হাশিম আমলা, এবিডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), অ্যালবি মর্কেল, ডেল স্টেইন, বুরান হেনড্রিকস, ইমরান তাহির ও ওয়েন পার্নেল।

ভারতীয় দলের হয়ে খেলছেন রোহিত শর্মা, সুরেশ রায়না, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, মাহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার ও মোহিত শর্মা।

** টসে জিতে ব্যাটিংয়ে প্রোটিয়ারা
** ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যায়
** ফাইনালে ভারত!

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।