ঢাকা: নিউজিল্যান্ড দলের সাবেক উইকেটরক্ষক গ্যারেথ হপকিন্স ক্রিকেট থেকে অবসর নিলেন। ২০১০ সালে আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ দেখা গিয়েছিল তাকে।
১৯৯৬ সালে ক্রিকেটে আসা হপকিন্স ঘরোয়া মঞ্চে নর্দান ডিস্ট্রিক্টস, ক্যান্টারবুরি, ওটাগোর হয়ে খেলে ২০০৭-০৮ মৌসুমে অকল্যান্ডে যোগ দেন। এইখানেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন তিনি। ১৫৮টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলে সাত হাজার ৫৫০ রান করে ক্যারিয়ারকে বিদায় বললেন। তার ঝুলিতে আছে ১৭টি শতক ও ৩৪টি অর্ধশতক। এছাড়া তিনি ৪৩৫টি ক্যাচ ও ২৬টি স্ট্যাম্পিং করেছেন।
লিস্ট এ’র ম্যাচে অংশ নিয়েছেন ২০৩ বার। ২৭.১১ গড়ে করেছেন চার হাজার ১৩ রান। আর ৮৩টি-টোয়েন্টি ম্যাচে ১২ হাজার ৭৯ রান করেছেন। তার বড় অর্জন বলতে দলকে নেতৃত্ব দিয়ে ২০১১ ও ২০১২ সালে এইচআরভি কাপ জেতান।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৪