ফতুল্লা থেকে: খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রংপুর বিভাগ প্রথম ইনিংসে সাত উইকেট হারিয়ে ২৫৬ রানে দিন শেষ করেছে। দিনের প্রথম ও শেষ উইকেটসহ পাঁচটি নিয়ে সিলেট বিভাগের নাসুম আহমেদ তারকা বনে গেছেন।
প্রথম দিন শেষে
রংপুর বিভাগ: প্রথম ইনিংস- ২৫৬/৭ (৯০ ওভার)
টস জিতে ব্যাট করতে নেমে নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত রংপুরের ব্যাটিং লাইনআপ। ২৮ রানে নেই চার উইকেট, পঞ্চম উইকেট বিসর্জন দিতে হলো দলীয় ৫৭ রানে। এর মধ্যে নাসির হোসেনের (২) উইকেটটিসহ পাঁচজনের মধ্যে তিনজনকেই সাজঘরে ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার। বাকি দুটি নাজমুল হোসেন ও এনামুল হক জুনিয়রের।
বিপদে পড়া দলকে শেষ পর্যন্ত স্বস্তিতে ফিরিয়েছেন নাঈম ও তানভির হায়দারের ষষ্ঠ জুটি। ৯০তম ওভারের শেষ দুই বলে নাঈম ও আরিফুল হক নাসুমের কাছে উইকেট বিলিয়ে দেওয়ার আগে ১৯৯ রান এসেছিল তাদের জুটিতে।
দিন শেষে ৬২ রানে অপরাজিত ছিলেন তানভির। ১৭টি চার ও দুটি ছয়ে ১৪৪ রানে সাজানো নাঈমের সেরা ইনিংস, ২৮৯ বল মোকাবিলা করেছিলেন তিনি।
নাসুম বাঁহাতের জাদু দেখিয়ে ২৯ ওভারে ৫৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন। প্রথম শ্রেনীর ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৪