কক্সবাজার: ঢাকা মহানগরকে পাঁচ উইকেটে হারাল খুলনা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের এই ম্যাচে আব্দুর রাজ্জাকের অসাধারণ বোলিং নৈপুণ্যে তারা লক্ষ্য পায় ২০৩ রানের।
ঢাকা মহানগর: প্রথম ইনিংস- ১৭২/১০, দ্বিতীয় ইনিংস- ২৪৩/১০
খুলনা: প্রথম ইনিংস- ২১৩/১০, দ্বিতীয় ইনিংস- ২০৬/৫
ফল: খুলনা জয়ী ৫ উইকেটে
সোমবার ম্যাচের তৃতীয় দিন রাজ্জাক এক ইনিংসে ৯ উইকেট নিয়ে মহানগরকে গুটিয়ে দিয়েছিলেন ২৪৩ রানে। জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্যে নেমে ২২ রানে তিন উইকেট হারায় খুলনা।
তবে তুষার ও মিথুন আলীর সম্ভাবনাময় জুটিতে আবারও ঘুরে দাঁড়ায় তারা। চতুর্থ দিন পাঁচ ওভার চার বল টিকে ছিল এই জুটি। মিথুন দ্বিতীয় সেরা ৭৫ রানে আউট হলে ইলিয়াস সানির কাছে ১৫৭ রানের এই জুটি ভাঙে। শতক হাঁকিয়ে বাকি কাজটুকু সারেন তুষার। জাতীয় দলের হয়ে ২০০৭ সালে সর্বশেষ ম্যাচ খেলা এই ব্যাটসম্যান ১৩৪ বলে ১৫ চারে ১০৭ রানে টিকে ছিলেন।
ম্যাচসেরা হয়েছেন খুলনা অধিনায়ক আব্দুর রাজ্জাক। ছয় ম্যাচে দ্বিতীয় জয় নিয়ে ৮০ পয়েন্ট অর্জন করে তিন নম্বরে তার দল।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৪