ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গাজী ঝড়ে প্রথম দিন বরিশালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
গাজী ঝড়ে প্রথম দিন বরিশালের ছবি: সংগৃহীত

ফতুল্লা: জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিন সোহাগ গাজী ও কামরুল ইসলাম রাব্বির অর্ধশতকে বরিশাল বিভাগ প্রথম ইনিংসে করেছে ২৮৯ রান। জবাবে ৮৯ রান করতে গিয়ে দুই উইকেট হারায় রংপুর বিভাগ।



প্রথম দিন শেষে
বরিশাল বিভাগ: প্রথম ইনিংস- ২৮৯/১০
রংপুর বিভাগ: প্রথম ইনিংস- ৮৯/২ (২২ ওভার)

দলীয় ৬১ রানে চার উইকেট হারায় বরিশাল। তবে মিডল অর্ডারে দাঁড়িয়ে যান নুরুজ্জামান, গাজী, শাহিন হোসেন ও কামরুল।

গাজী ৬৭ বলে ছয় চার ও পাঁচ ছয়ে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। কামরুল ৫৮ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৫২ রানের দ্বিতীয় সেরা ইনিংস হাঁকান। এছাড়া শাহীন ৪৫ ও নুরুজ্জামান ৪১ রান করেন। ওপেনার ফজলে মাহমুদ ২৪ রানে টপ অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন।

রংপুরের হয়ে বল হাতে সবচেয়ে বেশি তিন উইকেট পান সোহরাওয়ার্দী শুভ। দুটি করে দখলে নেন সাজেদুল ইসলাম, মাহমুদুল হাসান ও তানভীর হায়দার।

তারিক আহমেদ ও কল্যাণাশীষ বসুর ৪৫ রানের জুটি ভাঙেন মনির হোসেন। কল্যাণাশীষ ২২ রানে আউট হন। ১৬ রানের ব্যবধানে তারিককে ২৬ রানে সাজঘরে পাঠান গাজী। নাঈম ইসলাম ১ ও নাসির হোসেন ২৭ রানে খেলছিলেন দিনের শেষ হওয়ার আগে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।