ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

ক্রিকেট

আজ লড়বে পাঞ্জাব-রাজস্থান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, এপ্রিল ২০, ২০১৪
আজ লড়বে পাঞ্জাব-রাজস্থান

দুবাই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরের সপ্তম ম্যাচে শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত সাড়ে আটটায় লড়বে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়েলস।

পাঞ্জাবের হয়ে আজ আবারো জ্বলে উঠতে চাইবেন গত ম্যাচে ৪৩ বলে ৯৫ রান করা গ্লেন ম্যাক্সওয়েল।

আর রাজস্থানের অজিঙ্কা রাহানে রয়েছেন দারুন ফর্মে। রাজস্থান এর আগে ৪৮ বার রান তাড়া করার সুযোগ পেয়েছে। এর মাঝে ৩১ বারই জয়ের দেখা পেয়েছে।

দুদলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। পাঞ্জাব ৬ উইকেটে জিতেছে চেন্নাইয়ের বিপক্ষে এবং রাজস্থান হায়দ্রাবাদকে হারিয়েছে ৪ উইকেটে। তবে আইপিএলে মুখোমুখি দেখায় খুব একটা সুখকর অবস্থানে নেই পাঞ্জাব। ১১ বারের দেখায় রাজস্থান জয় পেয়েছে আটবার।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘন্টা, ২০ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।